দশ বাই পনেরো বর্গফুট বেডরুমবন্দী মেঝে থেকে সাড়ে দশফুট উঁচুছাদ অবধি যে পরিমাণ গায়ে-না-লাগা-ধীরস্থির বাতাস ঠাসানো থাকে, সেই পরিমাণে কত গুলো হার্টশেপড্ বেলুন হার্ট ঠেলেঠুলে ফুঁউউ দিয়ে বানানো যাবে যেগুলো এক একটা একফুটী কিউববক্সে আরামসে রাখা যায়, একটুও ফটাস-ফটাসামি না করে ?
আমার ধারণা বেডরুমে না থেকে রাস্তায় বেরিয়ে চলাকালীন ঠিক ততগুলো হার্টশেপড্ বেলুন চোখে পড়বে না । থাকলেও এতগুলো একসাথে নয় । সংখ্যার নিরিখে এই ঘরবন্দী ভালোবাসা অনেক । মানগত দিক থেকে অনেক অনেক অনেক ভালো । আর ? বিশ্রামগত দিক থেকে ১০০% ফ্রি । তর্কযুক্তিগত দিক থেকে ব্যক্তিপিছু ০.০০১% ছাড় ।
No comments:
Post a Comment