27 Jan 2015

চোখাচোখি


চোখ বন্ধ রেখেছিলাম
তার কথার মতো
খুলেছিলাম কিন্তু তার কথার অমতে 


আমি হতে চাই নি
এই অব্যক্ত মতামতের জন্য দায়ী 


ততক্ষণে
ছিঁড়ে ফেলে দেয় সে
চোখাচোখির সম্পর্কের সুতোটা 


চোখের কোণা তবুও কেমন যেন অবাধ্য হয়ে উঠতে থাকে
নীচের গলি থেকে কে যেন চেঁচিয়ে উঠলো 


"কখন নামবে?"

No comments:

Post a Comment