আগে দূরে গিয়ে ঝাঁপ দিতো
দৃষ্টি
ঠিক যেন সুপারম্যান
এখন হচ্ছে কি ?
কাছে ও নয়,
ঝাঁপি ফেলছে চোখের কোটরে
জানতে চাই ডাস্টবিনগুলো কবে
ভরে উঠবে
শুধু চশমা আর চশমায় ?
এদিকে দর্শনচিন্তা বেড়ে যায়
ভুঁড়ির মত
কাছে ও নয়,
ঝাঁপি ফেলছে চোখের কোটরে
জানতে চাই ডাস্টবিনগুলো কবে
ভরে উঠবে
শুধু চশমা আর চশমায় ?
এদিকে দর্শনচিন্তা বেড়ে যায়
ভুঁড়ির মত
No comments:
Post a Comment