13 Jan 2015

টকমিষ্টির সদ্ভাব


একসময়ের পর থেকেই
টকদই মিষ্টতা এনে দেয় স্বাদে
স্বাদকোরকদের ধোঁকা দিয়ে


একটা সদ্ভাবের সুড়ঙ্গপথ তৈরী হয়
টকমিষ্টির মধ্যিখানে 


তার ভিতর দিয়ে যায় আর আসে
অনেকগুলো সিক্রেট
যেগুলো অনভ্যস্ত বলে রুদ্ধ ছিলো
এতদিন, এতবছর ধরে 


মিষ্টিদইয়ের ডাক শোনা যায়
অনেকদূর থেকে
পায়ে হেঁটে হেঁটে যেতে হয়
সেই দোকানে
তাকে সাড়া দিতে 


কোনো সিক্রেট হয় না
অবৈধতার মজাও
উবে যায় হালকা পারফিউমের বহু আগে

No comments:

Post a Comment