একসময়ের পর থেকেই
টকদই মিষ্টতা এনে দেয় স্বাদে
স্বাদকোরকদের ধোঁকা দিয়ে
একটা সদ্ভাবের সুড়ঙ্গপথ তৈরী হয়
টকমিষ্টির মধ্যিখানে
তার ভিতর দিয়ে যায় আর আসে
অনেকগুলো সিক্রেট
যেগুলো অনভ্যস্ত বলে রুদ্ধ ছিলো
এতদিন, এতবছর ধরে
মিষ্টিদইয়ের ডাক শোনা যায়
অনেকদূর থেকে
পায়ে হেঁটে হেঁটে যেতে হয়
সেই দোকানে
তাকে সাড়া দিতে
কোনো সিক্রেট হয় না
অবৈধতার মজাও
উবে যায় হালকা পারফিউমের বহু আগে
টকমিষ্টির মধ্যিখানে
তার ভিতর দিয়ে যায় আর আসে
অনেকগুলো সিক্রেট
যেগুলো অনভ্যস্ত বলে রুদ্ধ ছিলো
এতদিন, এতবছর ধরে
মিষ্টিদইয়ের ডাক শোনা যায়
অনেকদূর থেকে
পায়ে হেঁটে হেঁটে যেতে হয়
সেই দোকানে
তাকে সাড়া দিতে
কোনো সিক্রেট হয় না
অবৈধতার মজাও
উবে যায় হালকা পারফিউমের বহু আগে
No comments:
Post a Comment