27 Jan 2015

সুনীলবিদ্যা


সন্ধ্যার পর থেকে স্টাডিরুমে রঙমাটির বিদ্যাদেবী আর বেডরুমে রক্তমাংসের এই অবিদ্যার্থী । দুজনেই মিলে একা । কারোর মুখে কথা নেই । এদিকে আমি বসে বসে অবাক হয়ে ভাবি সুনীলের কীর্তিবুদ্ধি । ওদিকে দেবী কি করছেন কে জানে ?! আমার পেটে সুনীলবিদ্যা থাকলেও মনখানি সুনীলের মত হতে পারে নি বলে অভিমান করে নেই তো ? খাট থেকে নামতেই বাকিরা এসে পড়ে আমাদের দুজনের মাঝে ।

No comments:

Post a Comment