7 Aug 2014

পেট থেকে লাফিয়ে উঠে আসা প্রতিটা ঢেঁকুর


মাথায় মাথায় হেড মারে কিছু শত্রু, 
পায়ে পায়ে খেলে অনেক বন্ধু ।
কিছু কিছু বন্ধু আশ্চর্যজনকভাবে আটকে যায়
বুকের কাঁটাচামচে ।
বাড়ি ফিরতে ফিরতে বুঝতে পারি যে 

পেট থেকে লাফিয়ে উঠে আসা প্রতিটা ঢেঁকুর শত্রুনাশের বিকল্পমাত্র ।

No comments:

Post a Comment