21 Aug 2014

কু-সজ্জিত দাবার ছক


খুঁজতে খুঁজতে টের পেলাম যে নিখোঁজ হয়ে যাওয়ার মধ্যে একটা কু-সজ্জিত দাবার ছক আছে । 

সাদা রাজা চারদিকে একপা করে এগিয়ে বা পিছিয়ে দেখতে পাচ্ছে না কালো মন্ত্রীকে । সাদা মন্ত্রীর সোজাসুজি বা কোনাকুনি যাতায়াতে কালো রাজার একবারও দেখা নেই । 

ষোলোআনা নিষ্ফলতার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে পিছু হটছে ষোলোজন সৈনিক ।
সন্ধানরত হাতিঘোড়াগুলোর উপরে আর কোনো ভরসা নেই । ঘাটবাঁধা চারটে নৌকা থেকেও চোখ ফিরিয়ে নিলাম । 

নিরুদ্দিষ্ট দাবার ছক উল্টে ফেলে দিলাম ।

No comments:

Post a Comment