ক্রমে ক্রমে এগোচ্ছে । যত রোমকূপ তত হতে থাকে অন্ধের কূপ । এই পরাক্রমশালী অন্ধ কার যেন হাত ধরে এগিয়ে আসছে ?
দেয়ালের একধার হেলতে দুলতে সরে যেতে থাকে অন্ধের দিকে । বাকি তিনধার জুড়ে অন্ধের কবলে থাকা জানলাগুলো মেলে ধরতে থাকে নিজেদের সকাতর ছায়া । ছায়াগুলো কোনাকুনি লম্বা হতে থাকে । সেগুলো অন্ধজনের উপছায়া হতে থাকে । সেই অন্ধ কার যেন কায়া সৃষ্টি করছে ?
অসমাপ্ত কায়াটা তার নিম্নাংশ মেঝেতে ছড়িয়ে দেয় । তার ঠিক সামনে পাঁচহাত দূরে খাটে চশমা, হিয়ারিং এড, গেঞ্জি আর বারমুডা স্ব স্ব স্থানে আছে । কিন্তু মূলকায়াও অসমাপ্ত অথচ স্থির । চলমান কায়া ব্যাপ্ত হতে থাকে স্থির কায়াকে ঘিরে । সেই লোভী অন্ধ কার যেন লোভে পড়লো ?
বারমুডা খুলে দেয় সে ক্ষিপ্র হয়ে । গেঞ্জিও তার দখলে । হিয়ারিং ক্রমশ হয়ে যায় এডশূন্য । শেষে চশমাহীন কায়ার পরিপূরক এখন এই পরকায়া । মানবিক যৌনতৃপ্তির উল্টো অঙ্ক সেই অন্ধ কার যেন কাছ থেকে শিখলো ?
আমি পুরো অন্ধকারে ।
No comments:
Post a Comment