বালতিটা ছিলো কানায় কানায় পূর্ণ । বন্ধুবান্ধব- ঈদৃশ বালতি । তার উপরে নিজের প্রতিচ্ছবি দৃশ্যমান । কিছুক্ষণ তাকিয়ে থেকে থেকে মনটা অন্ধবিশ্বাসী হয়ে যেতে বাধ্য । নিজের স্বার্থে দু'হাত বাড়িয়ে চুবিয়ে দিলাম সেই বালতির মধ্যে । অনেকটা-ই বেরিয়ে গেলো, মাটিতে মিশে গেলো, শুকিয়ে গেলো । দু'হাত বাড়ানোটা-ই বাড়াবাড়ি রকমের ভুল ছিলো ? হয়তো ।
বালতিতে যা অবশিষ্টটুকু পড়ে থাকে তা নিয়ে চলতে তো ক্ষতি নেই । বালতিটা হয়ে উঠুক আরো ভারহীন । আজকের দিনটা হোক সীমিত বন্ধুবালতির মত হালকা, সুন্দর আর ফুরফুরে ।
No comments:
Post a Comment