7 Aug 2014

হাতের আঙুলের চরিত্র


বাঁ হাতের পাঁচটা আঙুলের চরিত্র ডান হাতের বাকি পাঁচটা আঙুলের চরিত্র থেকে আলাদা । আলাদা বলে কখনো বন্ধুত্ব রাখতে চায় না । রাখলেও একে অন্যকে পাশ কাটিয়ে চলে যেতে চায় আর গোড়ায় গলদ থাকে বলে ঐখানেই আটকে যায় ।

মুখে এদের নানা রঙের মুখোশ । আবার রঙহীন মুখোশ নিয়ে থাকে । পুরুষতান্ত্রিক সমাজে এই দশটা ক্ষুদ্র মুখোশ দিয়ে মানুষিক বৈশিষ্ট্য চেনা যায় । অনেক ক্ষেত্রে আবার ব্যক্তিক্রমও ঘটে । কিন্তু এদের গুরুদেব বিশালাকার একটি মুখোশ যার আড়ালে দুমুখো চরিত্র ঘুরে বেড়ায় । সেই মুখোশের অভিব্যক্তি নানাসময়ে নানাবিধ । কখনো প্রকট, কখনো বিকট, কখনো কটমট, আবার কখনো নরমসরম মিউ মিউ । আঙুলগুলো তার তুলনায় চরিত্রগত ভাবে বেশ গৌণ বলে তার আদেশমত চলে । দিনরাত ধরে । কখনো কখনো নিজেদের মধ্যে গুরুদেবের দ্বিচারিতা নিয়ে গসিপ করে । এই মুহূর্তে ওরা দশজন মিলে তাদের প্রিয়তম এবং অন্তরঙ্গ কাজটি চটপট সেরে নেয় । সেটি হলো একে অন্যের গা ম্যাসেজ করা ।

অবশ্যই মট্ মট্ শব্দে ।

No comments:

Post a Comment