18 Aug 2014

লেখার সময়জ্ঞান


সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতে চায় না বলে লেখার অনেকাংশ ছাইভস্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । উল্টে পৃথিবী সূর্যের চারদিকে বাধ্য হয়ে ঘোরে বলে ছাই থেকে জন্ম নেয় অনেক লেখা । কাজে এ লেখা বা ও লেখার কোনো সময়জ্ঞান নেই ।

কক্ষপথ চেয়ে না তাকিয়ে যেমন লিখতে পারা যায়, তেমনি ছাইয়ের মধ্যে কব্জি ডুবিয়ে বেশ খানিক সময় ধরে আঙুলগুলো চালালে হয়তো খুঁজে পাওয়া যাবে পৃথিবীর চারদিকে সূর্যের না ঘুরতে চাওয়ার সহজতম ব্যাখ্যা ।

No comments:

Post a Comment