30 Jan 2014

Elomelo #54


আমার আপন কোনো কাকা নেই
তবে আছে
একটি কাক যে আসে মাঝেমধ্যে
এসে বসে বারান্দায়

আমি ওকে কখনো কাকা বলে ডাকি না
তাও সে নিজে দাবী করে
'কা কা' 'কা কা' বলে

কি যে করি আমি ?

কাকটাকে তাড়াবো
না 'কা কা' কে ?



No comments:

Post a Comment