16 Jan 2014

Elomelo #47


কবিদের ফাজলামি দেখে  

আজকাল কবিতা বসে আছে
মুখে কুলুপ এঁটে 

পাঠকসমাজের কেন্দ্রে একটা প্রদীপ জ্বলছে 
কবিতার শিখা নিভু নিভু


তাকে জ্বালাবার চেষ্টা করছে
পাঠক্রিয়া ও প্রতিক্রিয়া দুজন মিলে 


No comments:

Post a Comment