12 Jan 2014

Elomelo #46


অলস জানালায় বসে আমি নিজের পুরোপুরি আ লস্ ।

একগলি সামনের বাড়ি । সদ্যস্নাত জানালার বুক থেকে উরু অবধি
তোয়ালে জড়ানো , তার গায়ে আমার বুক থেকে উরু অবধি 
হুবুহু যেন একইভাবে মোড়ানো । শেষাংশটুকু কিন্তু একদম আলাদা । এটাই আমার অলস হওয়ার একটা বড় প্রাপ্তি । 

আত্মগর্বে আমার বুক ফুলতে-ই থাকে । সামনের সেই তোয়াল লজ্জায় খুলে পড়ে যায় ।




No comments:

Post a Comment