9 Jan 2014

মুহূর্তের পালক





পূর্বমুহূর্ত মিথ্যা , পরমুহূর্ত সত্যি
মন বদলায়
চোখ ঘোরায়
ভ্রু নাচায়
মাথা নাড়ায়
ক্ষণে ক্ষণে সম্মুখে-পশ্চাতে
মুহূর্তের পর মুহূর্তে

আগে ছিল সত্যি , এখন হল মিথ্যা
দু'মুখো শিকলে বাঁধা আমি গালে হাত বসে
দেখি পায়ের কাছে
কয়েকটা ছেঁড়া পালক

No comments:

Post a Comment