16 Jan 2014

কাঁটা-চামচ একটি নির্বাচন / অভিজিৎ দাস


--------------------------------------------
অভিবাদন যে কায়দাতেই শুরু হোক
খিদের গভীরে সাক্ষাৎ সবই।

আলু পেঁয়াজ বাদাম কড়াইশুঁটি..

যাঁরা চাউমিনের প্যাঁচে লিপ্ত হ'তে পারলো
শুধু তারাই মুখ পেল, খিদে পেল।

নুড্‌লস ফুরিয়ে গেলে
প্লেটে পড়ে থাকা আঁচড় মেখে মেখে
কড়াইশুঁটির চামচ ফসকে যায়।

এই অভিযোজন যতটা না প্রকৃতির
তার থেকেও বহুগুণ বেশী আকৃতির।

তাই চামচ ছোটে আকারের দিকে
আকার ছোটে উভয়সংকটের দিকে।

ওঠার মরিয়া চেষ্টায়
কখন যেন কিনারায় এসে গ্যাছে বাদাম।
-----------------------------------------------

No comments:

Post a Comment