অনেক উঁচু দেয়াল
তার মাথার কাছাকাছি ঝুলছে
একটা পুঁচকে প্রেম
বিপজ্জনক ভাবে ঝুলে দেখছে
নিচে হাতে গোনা কয়েকটা পৃথিবী
পৃথিবীরা কেউ কাউকে চেনে না
কেউ কারো জল ছোঁয় না
অন্যের পা নিজের মাটিতে পড়ার স্বপ্ন দেখার হাতেখড়ি হয়নি
হাত বাড়িয়ে দেয় প্রেমটা
তার বাড়ানো কচি হাত দেখে মাথা যেন
একটুখানি নিচু করল
দয়ালু দেওয়াল
কিন্তু পৃথিবীকে বোঝার মত
প্রেমের বয়স হয় নি
এখনো
No comments:
Post a Comment