11 Jul 2016

স্বপ্নজাল


ঘুমোতে ভালোবাসলেও অপ্রকৃতিস্থ স্বপ্ন দেখার ভয়ে আজকাল ঘুম কম হয় । অনেকে কিন্তু স্বপ্নজাল বুনতে ভালোবাসে জেগে থাকতে থাকতে । তাদের সেইসব জাল আমি দেখতে পাই না । আমার চেনা একজনের স্বপ্নজাল বোনার অভ্যাস রীতিমত নেশাপ্রবণ । তার চোখদুটো আধবোজা থাকে । বাকি খোলাটুকু জায়গাজুড়ে শুধু আকাশ আর সমুদ্রজল । একটা তারা খসে পড়লেই বা একটা ডলফিন লাফিয়ে উঠলেই যাকে পায় তাকে জড়িয়ে ধরে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ে । চুমু খাওয়ার সময়ে তার চোখদুটো সম্পূর্ণ খোলা ও নিষ্প্রভ থাকে ।

No comments:

Post a Comment