সকালে ঘুম থেকে উঠে যদি দেখি বেডরুমে কেউ আলো জ্বালিয়ে রেখে গেছে । দরজা দিয়ে যদি দেখি অন্য রুম বেশ অন্ধকারপ্রায় । উল্টোদিকে জানালার কাঁচে বৃষ্টির সাজানো ছাঁট যদি দেখি । ঘড়িতে সকাল দশটা-কে সন্ধ্যামণির মত যদি দেখায় । তাহলে...
তাহলে ধরে নেবো বর্ষাতি পরে আছে শহরারণ্য । তার ভিতরে গুটিসুটি মেরে আছে অজস্র বুনোহাঁস । তারা এক্ষুণি সাঁতারে ডুব দিতে চায় না ।
No comments:
Post a Comment