লৌহযুগ বা সিন্ধু সভ্যতার মত একসময়কার প্রভাবশালীত্ব যেমন শেষ হয়ে গেছিলো, তেমন চিরতরে হারিয়ে যাবে ওবামা-যুগ, ইইউ-যুগ, এনএসজি-যুগ থেকে শুরু করে সুব্রহ্মণম-যুগ, কেজরী-যুগ, গান্ধী-যুগ, মোদী-যুগ, মা-মাটি-মানুষের যুগ । একসাথে নয় । বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে বিভিন্ন মত ও বিভিন্ন কারণ নিয়ে, নিজ নিজ জায়গায় বসে থেকে হাজিরা দিয়ে দিয়ে বিলীন হয়ে যাবে । এইসব যুগের দাপট আমাদের বা ভবিষ্যৎ প্রজন্মের অজান্তে একদিন না একদিন থেমে যাবে । তাদের জায়গা দখল করে বসবে নতুন নতুন কি-যে-হবে-জানিনা-যুগ সব ।
এই ক্রমাগত পাল্টে যাওয়ার মাঝ দিয়ে একটিমাত্র ধারা একইভাবে চলছে । একই দিকে, একই লক্ষ্যে, একই মতে, একই কারণে, একই স্টাইলে ছেয়ে যাচ্ছে চারদিকে । স্থানকালপাত্রে একই নয় । এ ধারার নাম সন্ত্রাসবাদ । এই যুগের সারা অভিধান ঘেঁটেঘুঁটে দেখলেও পাওয়া যায় না 'সমাপ্তি' কিম্বা 'বিবর্তন' ।
প্রকৃতির খামখেয়ালি স্বভাব, তাবড় তাবড় শিল্পীর নানা সৃষ্টিদান, আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্সের ওভারস্মার্টনেস, আই.ও.টি. বিপ্লব - সবকিছুই একমাত্র একমুখী সন্ত্রাসবাদের কাছেও যেন বড্ড বেমানান ।
সন্ত্রাসবাদীদের এমন ঠ্যাঁটামি নিয়ে শুধু ভয় কেন, বিস্ময় ও শ্রদ্ধায় ডুবে আছি ।
এদের ঘেন্না করতেও ভুলে গেছি । কেবল মুগ্ধ হয়ে দেখছি এদের সরল প্রবাহধারা । কি সুন্দর এবং সহজ এদের অ্যান্টি-ডারউইন সংস্কৃতি, তাই না ?
No comments:
Post a Comment