বইয়ের প্রথম পাতা কয়েকবার পড়ার পর স্বামী বিবেকানন্দের ছবির দিকে অবাক হয়ে দেখি । আবার পড়ি সেই পাতাটা । একই লেখা । একই বিষয় । একই কথামালা । একই শব্দমালা । আবার চোখ চলে যায় স্বামীজির আত্মবিশ্বাসী চোখদুটিতে । ফের পাতাটায় চোখ বুলিয়ে নিই । কিছুতেই মনে রাখতে পারি না । শেষে মেনে নিতে বাধ্য হই যে গোটা গোটা আস্ত বই নিয়ে মুখস্থবিদ্যা রবিঠাকুরের মাত্র চার লাইনের 'সজ্ঞান আত্মবিসর্জন'-এর সমকক্ষ ।
No comments:
Post a Comment