শুভ বৃষ্টিসকাল । ছাতা ভিজে যায় বলেই মাথা ভিজে যায় নি । ছাতার তলা দিয়ে বৃষ্টিজলের নির্লজ্জ অবাধলভ্য যাওয়া আসা আছে বলেই গেঞ্জির অনেকটা ভিজে গেছে । হাফ বারমুডার পুরোটা ভিজে গেছে । বাকি উন্মুক্ত পা দুটো জুড়ে লোম ভিজে জড়িয়ে জড়িয়ে পুরো আবস্ট্রাক্ট আর্ট হয়ে গেছে ।
শুভ বৃষ্টিসকাল । কেউ নিজের ইচ্ছায় জীবনঝাঁপ দেয় বৃষ্টিতে । কেউ সর্দিকাশির ভয়ে নিজের শরীর ও মাথাকে বাঁচিয়ে রাখে যথাসম্ভব । আমি আর শৈলেয়ী দ্বিতীয়দলে । দুজনের হাঁচি একইসাথে একইসময়ে হয় বলে দুটো ছাতা বের করে ছাদে গেছিলাম । একটা রঙীন ছাতা, অন্যটা কালো ।
শুভ বৃষ্টিসকাল । সকালের আলো বেশ খানিকটা নিভিয়ে পার্থিব অপার্থিব সবকিছুকে ভিজিয়ে দেওয়ার অনুরোধ বা আদেশ কেউ কাউকে দেয় না । হঠাৎ করে হয়ে যায় । নিজেকে ঢেকে রাখতে রাখতে ভিজে যাই আমরা সকলে । ঘরবন্দী যারা, তারাও ভিজে যায় ছবি দেখতে দেখতে । যারা অন্ধ, তারাও ভিজে যায় শব্দ শুনতে শুনতে । যারা অন্ধ আর বধির, তারাও ভিজে যায় অনুভব করতে করতে ।
শুভ বৃষ্টিসকাল । অফিস টাইমে বৃষ্টিসকালের ভিতরে বৃষ্টি থাকে না, সকালও থাকে না । ছুটি আর বৃষ্টিসকালের মধ্যে সম্পর্ক 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ'-এর মতো একধরণের পাগলামি । কত মানুষ এভাবে চাপা পড়ে বা দুর্ঘটনায় মরে যায় কেউ না চাইলেও । এই পাগলসম্পর্কের কোনো প্রেডিকশন থাকে না বলেই আমরা ভিজতে পারি চাইলে, বা না চাইলেও ।
শুভ বৃষ্টিসকাল । এই মুহূর্তে এই ভেজা শহরে কতজন কটা লাইন লিখে ফেলেছে বা লিখে যাচ্ছে এখনো? এই মুহূর্তে প্রতিযোগিতা নামের কোনো নিষ্ঠুরপ্রকৃতি দেখা যায় না । কোনো স্বীকৃতিপত্র দাবী করে না এমন মুহূর্ত । যারা লেখে বা লিখতে ভালোবাসে, তাদের অনেকের হাতে উঠে আসে সকাল, মনে ঢুকে যায় বৃষ্টি, এতকিছুর মধ্যে দু'এক কলম দেখতে দেখতে হয়ে ওঠে একটা সুন্দর বৃষ্টিসকাল ।