এই শোন এটার রঙ কালো, মানে ব্ল্যাক্ !
এই নে চক , ভালো করে এটা দ্যাখ্ !
এবার বসিয়ে সোজা টান। ইয়েস। ব্যস্ থাক্ !
বুঝলি ? এটা হলো ওয়ান , বাংলায় এক !
এবার ! এই শোন শোন পালাচ্ছিস কই ?
একটু বেঁকে টান ! এইতো পারছিস তুই !
এবার সোজা টান এখান থেকে ! ব্যস ব্যস ! ওই !
কী বল তো এটা ? ইয়েস গুড ! মানে দুই !
যাঃ ! ভাঙলি কেন ? নিয়ে আয় চকের টিন !
বের কর ! বড্ড পেকেছিস দিনের পর দিন !
টান দুবার বেঁকে ! পারবি ! এমন কি কঠিন ?!
ব্যস, এইতো চাই ! ইয়েস ! বাংলায় তিন !
ধরে থাক চক ! আমি করছি তোরটা ধরে এইবার !
এই অবধি টানলি ! তারপর ডানদিকে টানলি আবার !
তোল ! ওখান থেকে সোজা টানলি মাত্র একবার !
হলো ? দিস ইস ফোর ! অর্থাৎ বাংলায় চার !
একবার ওখানে গিয়ে গুনে বল কটা গাছ ?
রাইট ! ওই পালাস না ! না করলে পাবি না ইলিশ মাছ !
কী বললি ? সত্যি ? পারবি ? এটার কিন্তু বেশি প্যাঁচ ?!
আচ্ছা কর, দেখি ! আরেব্বাস ! একদম পাঁচে পাঁচ !
No comments:
Post a Comment