9 Aug 2013

রোজকারের সকাল



আজকের সকাল
হালকা সকাল
ছুটির সকাল
ভেঙ্গে-জোরে খাওয়া শেষ 

বৃষ্টি ভেজা dating করবে
দুপুরের সাথে সকাল
দুজনে মিলে গড়িয়ে যাবে
গায়ে দেবে বিকেলের চাদর
সন্ধ্যা এসে আড্ডা মারবে
সকাল দুপুর বিকেলের সাথে
জমে যাবে চারজনের আসর 


রাত্রি এসে বকুনি দেবে
বিকেল চাদর গুটিয়ে পালাবে
দুপুর গা ঢাকা দেবে লজ্জায়
মুখ ফিরিয়ে নেবে অভিমানী সন্ধ্যা 


কাল আবার শুরু হবে
এই আশায় রাত্রির কোলে
ঘুমিয়ে পড়বে রোজকারের সকাল

No comments:

Post a Comment