18 Aug 2013

ভূতনায়ক



হাতের নখে দাঁতের কামড়ানি
দু'পেয়ে মনের তড়িঘড়ি দৌড়
দু'হেতে রক্তের চরম মস্তানি
চওড়া বুক এখন সাতমাথার মোড়


গায়ের রোম সব একপায়ে খাঁড়া
মাথার ঘিলু নট্ নড়ন চড়ন
অপলক চোখ দুটো চিকেন পাকোড়া
টানটান শিরদাঁড়ায় ঠাণ্ডা মরণ


সামনে একহাত দুরে আধখোলা দরজা
ইলেকট্রিসিটি বিলের শত্রু ঘুট্ ঘুটে অন্ধকার
মুহূর্তের জন্যে খুট করে শব্দ করলো কব্জা
গর্জিয়ে বেরিয়ে এলো কিম্ভূতকিমাকার 


অমনি ভুলবশত হোচট খেয়ে পড়লো 'ধড়াম'
কঁকিয়ে উঠলো অদ্ভূতুড়ে চেহারাধারী ভূতনায়ক
হাঁক দিল, "ওরে বাবারে বাবা, মরে গেলাম"
"কাট, কাট" বলে দাঁত খিঁচলো ভূতের পরিচালক

No comments:

Post a Comment