লুকোচুরির খেলা নাকি তামাশা ?
একশো গুনেও ভুল
বিশ্বাসের বুড়োআঙুল
দুবেলা ধরে কেবল আমাশা
থাকলেও ইচ্ছা করে যায় পিছলে
এক পথে নিশ্চিন্তে
লক্ষ্যহীন নিভৃতে
দরকারে মুখ ফসকে বেরোয় 'যাচ্ছলে' !
বাইরে বেরোলে নাকে চাপা রুমাল
অবাধ্য বড়লোকি ধোঁয়া
খালি হাতে দেয়ানেয়া
সূর্য মরার আগেই শেষ জীবনকাল
কেন এমন ছিনিমিনি হল ?
শয়তানি করেছ কেন ?
মারপিট করেছ কেন ?
টাকার হাত পা বেঁধে সত্যি বল ?
No comments:
Post a Comment