26 Aug 2013

আজকাল বড্ড গোলমেলে



আজ শুধায়
        এই কাল, কি করছিস ?
কাল কয় 
        কিছুই করছি না । 
        bored হচ্ছি । 
        তা আজ , তুই কি করছিস ?
আজ কয় 
        আমিও bored হচ্ছি । 
        তা কাল, কি করবি ?
কাল ভ্যাবাচ্যাকা খায় 
        এখন ? না কাল ?
আজ বোঝায় 
        এখন না । কাল ।
কাল কয় 
        আজ , বুঝতে পারছি না ।
আজ ও হোঁচট খায় 
        বুঝতে পারছিস না আজ ? না এখন ?
এখন কপাল চাপড়ায় 
        ধূর ! আজকাল বড্ড গোলমেলে লাগছে !


## কালকের কথা ভুলে যাও। শুধু আজকের কথা নয় , এখনকার কথায় মন দাও।

No comments:

Post a Comment