30 Aug 2013

Quote# 13


Yahoo messenger
A : asl plz?
B : 22 m kol
A : same here, bye.
B : bye.

Orkut
A : please write a testimonial for me
B : No, you first write for me, then I'll write
A : Nope, you first
B : Sorry, I can't

Facebook
A unfriended B, B blocked A.

Real world
A : What happened to you?
B : Nothing bro. Let's have tea.
A : Sure, let's go.

## Real world paves all the ways to a reasonable solution, while virtual world is an addictive box with moving pendulum

একদম পাঁচে পাঁচ


এই শোন এটার রঙ কালো, মানে ব্ল্যাক্ !
এই নে চক , ভালো করে এটা দ্যাখ্ !
এবার বসিয়ে সোজা টান। ইয়েস। ব্যস্ থাক্ !
বুঝলি ? এটা হলো ওয়ান , বাংলায় এক !


এবার ! এই শোন শোন পালাচ্ছিস কই ?
একটু বেঁকে টান ! এইতো পারছিস তুই !
এবার সোজা টান এখান থেকে ! ব্যস ব্যস ! ওই !
কী বল তো এটা ? ইয়েস গুড ! মানে দুই !


যাঃ ! ভাঙলি কেন ? নিয়ে আয় চকের টিন !
বের কর ! বড্ড পেকেছিস দিনের পর দিন !
টান দুবার বেঁকে ! পারবি ! এমন কি কঠিন ?!
ব্যস, এইতো চাই ! ইয়েস ! বাংলায় তিন !


ধরে থাক চক ! আমি করছি তোরটা ধরে এইবার !
এই অবধি টানলি ! তারপর ডানদিকে টানলি আবার !
তোল ! ওখান থেকে সোজা টানলি মাত্র একবার !
হলো ? দিস ইস ফোর ! অর্থাৎ বাংলায় চার !


একবার ওখানে গিয়ে গুনে বল কটা গাছ ?
রাইট ! ওই পালাস না ! না করলে পাবি না ইলিশ মাছ !
কী বললি ? সত্যি ? পারবি ? এটার কিন্তু বেশি প্যাঁচ ?!
আচ্ছা কর, দেখি ! আরেব্বাস ! একদম পাঁচে পাঁচ !

26 Aug 2013

Quote# 12


Every movie says 'The End' when it's finished. But why does it not say 'The Begin' at the start of show?!


## Everything happens and ends at last, still we have no idea how it happens.

Quote# 11


A : My life is like an open book
B : So, can you share your Facebook password, please?
A : Excuse me?


## Even a bug has it's privacy

আজকাল বড্ড গোলমেলে



আজ শুধায়
        এই কাল, কি করছিস ?
কাল কয় 
        কিছুই করছি না । 
        bored হচ্ছি । 
        তা আজ , তুই কি করছিস ?
আজ কয় 
        আমিও bored হচ্ছি । 
        তা কাল, কি করবি ?
কাল ভ্যাবাচ্যাকা খায় 
        এখন ? না কাল ?
আজ বোঝায় 
        এখন না । কাল ।
কাল কয় 
        আজ , বুঝতে পারছি না ।
আজ ও হোঁচট খায় 
        বুঝতে পারছিস না আজ ? না এখন ?
এখন কপাল চাপড়ায় 
        ধূর ! আজকাল বড্ড গোলমেলে লাগছে !


## কালকের কথা ভুলে যাও। শুধু আজকের কথা নয় , এখনকার কথায় মন দাও।

20 Aug 2013

টাকার হাত পা বেঁধে সত্যি বল ?


লুকোচুরির খেলা নাকি তামাশা ?
একশো গুনেও ভুল
বিশ্বাসের বুড়োআঙুল
দুবেলা ধরে কেবল আমাশা

থাকলেও ইচ্ছা করে যায় পিছলে
এক পথে নিশ্চিন্তে
লক্ষ্যহীন নিভৃতে
দরকারে মুখ ফসকে বেরোয় 'যাচ্ছলে' !

বাইরে বেরোলে নাকে চাপা রুমাল
অবাধ্য বড়লোকি ধোঁয়া
খালি হাতে দেয়ানেয়া
সূর্য মরার আগেই শেষ জীবনকাল

কেন এমন ছিনিমিনি হল ?
শয়তানি করেছ কেন ?
মারপিট করেছ কেন ?
টাকার হাত পা বেঁধে সত্যি বল ?

18 Aug 2013

ভূতনায়ক



হাতের নখে দাঁতের কামড়ানি
দু'পেয়ে মনের তড়িঘড়ি দৌড়
দু'হেতে রক্তের চরম মস্তানি
চওড়া বুক এখন সাতমাথার মোড়


গায়ের রোম সব একপায়ে খাঁড়া
মাথার ঘিলু নট্ নড়ন চড়ন
অপলক চোখ দুটো চিকেন পাকোড়া
টানটান শিরদাঁড়ায় ঠাণ্ডা মরণ


সামনে একহাত দুরে আধখোলা দরজা
ইলেকট্রিসিটি বিলের শত্রু ঘুট্ ঘুটে অন্ধকার
মুহূর্তের জন্যে খুট করে শব্দ করলো কব্জা
গর্জিয়ে বেরিয়ে এলো কিম্ভূতকিমাকার 


অমনি ভুলবশত হোচট খেয়ে পড়লো 'ধড়াম'
কঁকিয়ে উঠলো অদ্ভূতুড়ে চেহারাধারী ভূতনায়ক
হাঁক দিল, "ওরে বাবারে বাবা, মরে গেলাম"
"কাট, কাট" বলে দাঁত খিঁচলো ভূতের পরিচালক

17 Aug 2013

Quote# 10


In many horror movies from Hollywood. the common scene we see or expect, still we bite our nails :

Something monster or scary stuff is chasing to kill a person, and the person is trying to escape, gets into a car. As soon as (s)he is about to start the engine, finds no key. And screams out of all damned hell.

Again also we can find a very common scene in a few romance movies from Bollywood, and still we forget our existence in an awe of fantasy :

A lover is standing on the door of a wagon of a train to see off his dear and near ones. As soon as train starts to move, sweetheart gets tensed and takes some moments for what to do next. Then starts running to reach the lover's extending hand.

## Common ones are always lovable

16 Aug 2013

Quote# 9


People choose their mask diplomatically, wear it carefully and clip it tightly.

We even can't force or ask others to unzip their mask off.

## An invisible mask outperforms many visible clothes, still holds no certificate.

9 Aug 2013

Quote# 8

Being friendly unfriend is unfairly fair, but unfriendly friendship can't be so fairly unfair.

## Nobody will feel to be your friend, if you are confused with yourself.

রোজকারের সকাল



আজকের সকাল
হালকা সকাল
ছুটির সকাল
ভেঙ্গে-জোরে খাওয়া শেষ 

বৃষ্টি ভেজা dating করবে
দুপুরের সাথে সকাল
দুজনে মিলে গড়িয়ে যাবে
গায়ে দেবে বিকেলের চাদর
সন্ধ্যা এসে আড্ডা মারবে
সকাল দুপুর বিকেলের সাথে
জমে যাবে চারজনের আসর 


রাত্রি এসে বকুনি দেবে
বিকেল চাদর গুটিয়ে পালাবে
দুপুর গা ঢাকা দেবে লজ্জায়
মুখ ফিরিয়ে নেবে অভিমানী সন্ধ্যা 


কাল আবার শুরু হবে
এই আশায় রাত্রির কোলে
ঘুমিয়ে পড়বে রোজকারের সকাল