19 Jun 2013

আয়না by my wife


   - :  আয়না  : -

আয়নায় দেখি মুখের ছায়া ,
আয়নায় দেখি ব্রণ-র দাগ ,
এক নিশ্বাসে দেখা .
মনের যমজ বোন ,
আয়না নিশ্চুপ নির্বাক ,
সহ্য করে যত আবদার !
সাজিয়ে তোলে তার রূপ কে ,
সাজিয়ে তোলে তার হাসি কে ,
মনের ধুলো যায় কেটে .

                        -- শৈলেয়ী সরকার

No comments:

Post a Comment