19 Jun 2013

এর নাম বন্ধু ?


এর নাম হাতছানি ?
তীর ভেঙ্গে জলের উচ্ছাস, বহুরূপী ডাক
ঢেউ আছড়ে পড়ে বারে বারে কিন্তু নির্বাক

এর নাম সাড়া দেওয়া ?
বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে এক অপরূপ নারী
হাত নড়ে না কখনো, মুখ খোলে না যে ভারী

এর নাম মুখোশ ?
আড়ালে আবডালে অস্বস্তিকর আগডুম বাগডুম
চোখাচোখি হতেই মুখে মিলিয়ন ডলার হাসির ধুম

এর নাম বন্ধু ?
আকাশের মতো ঘন ঘন রঙ পাল্টায়
মেঘের লুকোচুরি যার বুকের খাতায়

No comments:

Post a Comment