19 Jun 2013

এক মুঠো নিঝুম রাত ...





প্রকৃতি জন্ম নেয়
বইয়ের প্রথম পাতায়
এলোমেলো সময়ের উপস্থিতিতে
কথা বলে শেষ পাতা
কারোর জন্য অপেক্ষায় না থেকে

বৃষ্টি পারে না
এসে বন্ধনমুক্ত করে দিতে
বেদম হাওয়াও পারে না গায়ের জোরে
গল্পের সব চরিত্র
মিশে যায় ধূলিবালির সাথে

এক মুঠো নিঝুম রাত
রয়ে থাকে বন্দী হয়ে
বইয়ের সেই দুটি পাতার মাঝে
বাকি গল্পটুকু মিলিয়ে দেয়
ভোরের আলো এসে

No comments:

Post a Comment