25 May 2013

রোদ্দুর এর জন্মদিনে

মুখে লেগে থাকে শিল্পীসুলভ মুচকি হাসি
চোখে খেলে তীক্ষ্ণ বুদ্ধিদীপ্তির ঝিলিক
নিরহংকারী সারল্যে তরতাজা এই কলকাতাবাসী
আমার অতি প্রিয়, ভবিষ্যতের এক উজ্জ্বল নাগরিক
এর সাথে কতই না হয়েছে কথা কাটাকাটি
কতই বা হয়েছে মান অভিমানের লড়াই
তবুও একেই ভালো না বেসে পারি না আমি এক অপরাধী
আমার গর্ব আমার অন্তহীন ভালোবাসা তবুও যেন অধরাই
দিলাম এই ছোট্ট উপহার, জানি না ভালো লাগবে কদ্দূর
জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় রোদ্দুর

No comments:

Post a Comment