কিছু কথা খেলে ফাউল
কিছু কথা দেখে হলুদ কার্ড
কিছু কথা ফোটায় হুল
কিছু কথা পায় লাল কার্ড ;
কিছু কথা চলে যায় মাঠের বাইরে
কিছু কথা থেমে যায় শূন্যে
কিছু কথা আটকে যায় রানের দৌড়ে
কিছু কথা এলেবেলে লুফে নেবার জন্যে ;
কিছু কথা ফিরে আসে বাসায়
কিছু কথা ধুয়ে ফেলে ধুলোবালি
কিছু কথা লিখে যায় বইখাতায়
কিছু মেলে উত্তর, কিছু থাকে শুধু খালি !
No comments:
Post a Comment