এস.এম.এস এ কিচিরমিচির আওয়াজ করে
কচি দুই নিষ্পাপ পাখি ; একটা নীল, অন্যটা লাল |
একচোখা বুড়োটে হাওয়া নিয়ে পক্ষী-আসর
সেই হাওয়ায় পচে যাওয়া ফলমূল নিয়ে আজকাল |
নীল বলে - ও আমার ডানা ভেঙ্গে দিয়েছে
লাল বলে - জানি আমি, ও একটা মহাপাজি মাল |
নীল পাখির ঠোঁট ফাঁক, পোকা গুঁজে দেয় মা
লাল পাখি এসে সামাল দেয় বন্ধু নীলের বেসামাল |
রঙতুলির টানে লাল-নীল ওড়ে আপন জগতে
ডানার ঝাপটানি খেয়ে এই হাওয়া পুরো টালমাটাল |
No comments:
Post a Comment