নেমে এসো সব ধুয়ে-টুয়ে
ব্যাগ-ভর্তি শূন্যতা নিয়ে ;
দরজা জানালা সব বন্ধ করে
দাও রেখে একটামাত্র খোলা |
বাইরের দুনিয়ার চোখ বোজা
লাল রুমালটা নাচছে শূন্যভেজা ;
খুলে ফেলো সব কটা
মুখে নাও একটা hajmola |
ছাইরঙা ঘরে ধোঁয়ার রিং
এক একটা করে পার্কিং ;
নেমে পড় অতি সাবধানে
ঠিক যেন দড়ির উপর খেলা |
সাথে রেখো এই শূন্যতা
আর অবশ্যই ওই অভিজ্ঞতা ;
কেউ দেখছে না তোমাকে
টা টা করছে শুধু আজ রাত্রিবেলা |
No comments:
Post a Comment