15 Apr 2013

নববর্ষের আহ্বান

ফিনফিনে ধুতির কাছা সামলে থেকে
সদ্যস্নাত ব্লাউজের ডানপাশটা ঢেকে
ফুরফুরে হাওয়া লাগে
                 পাঞ্জাবীর খোলা বুকে 
ভেজাচুল এক সটান সরিয়ে
                           উন্মুক্ত পিঠে
বাঙালী বেশভূষার চিরন্তন
                              এই রূপে
নববর্ষের আপসরফা আহ্বান
                               সকলকে !!!

No comments:

Post a Comment