ফাঁক করলো সে । চোখ বন্ধ করলেও পারি নি
মন সরিয়ে নিতে ।
একটা কাহিনী থেকে এলো প্রবাহিনী হয়ে ।
কোনো ষড়যন্ত্র নেই এর পেছনে,
ফাঁকটি তবু একটা নির্ভেজাল মিথ্যা ।
হাত পাতলে কখনো চলে আসে তালুতে
তালুটা সংকীর্ণমনের উপত্যকা, অনেকের কাছে যা
অচেনা ম্যাপ একটা ।
সাজানো সোচ্চার
রেখাগুলো কোনো কথা বলে নি
গত দুদিন ধরে, ছিলো শুধু ধারার কঠিন মুক্তিদানে
এই ধারা সেই ধারা কিনা
চোখ নিজে মানে না, কিন্তু মন ?
মানার জন্য-ই মনের দূর্বলতা করে দেয়
ফাঁকটাকে বড়,
আরো বড়, আরো ।
এর পাশাপাশি
পর্দার তলায় মণির ছটফটানি থামবে একদিন ।
তালুটা সংকীর্ণমনের উপত্যকা, অনেকের কাছে যা
অচেনা ম্যাপ একটা ।
সাজানো সোচ্চার
রেখাগুলো কোনো কথা বলে নি
গত দুদিন ধরে, ছিলো শুধু ধারার কঠিন মুক্তিদানে
এই ধারা সেই ধারা কিনা
চোখ নিজে মানে না, কিন্তু মন ?
মানার জন্য-ই মনের দূর্বলতা করে দেয়
ফাঁকটাকে বড়,
আরো বড়, আরো ।
এর পাশাপাশি
পর্দার তলায় মণির ছটফটানি থামবে একদিন ।
No comments:
Post a Comment