হানি হওয়ার পর যে আধটুকরো সম্মান বেঁচে থাকে, তাকে গরম ভেজা তোয়ালে জড়িয়ে রাখা হয় । বাকি খুইয়ে যাওয়াটা কত লোকে বরফঠাণ্ডা হাতে নিয়ে বয়ে বেড়ায় । সেই বেড়ানো চিরকালের হয় না ।
মৃতজ্ঞ যারা, তারা-ই নিজের বুকের পাঁজরে বরফের কুচি রাখে । বাকিরা এই কনকনে শীতেও ফ্রিজের ভিতরে খাবার খোঁজে । সেই না-পাওয়া খাবারের আসল নাম সম্মান ।
No comments:
Post a Comment