1 Dec 2014

মিল একটাই


খোলা আকাশ । কানফাটা একটা শব্দ হলো । ইতিমধ্যে গুলি বেরিয়ে পড়েছে । একা একা । কিন্তু জানে না যে কেন বেরিয়ে পড়তে হয় তাকে । জানে না কোথায় যাবে সে । অসহায় হয়ে চারদিক চেয়ে সঙ্গী খোঁজে । জানে না কোথায় বা ঢুকবে । এও জানে না কতদূর গিয়ে শেষ হবে । তবুও একটা নির্দিষ্ট ছন্দময় অভিমুখে যায় এক অজানা লক্ষ্য নিয়ে । না-জানা একটা গন্তব্যস্থলে গিয়ে থামলো । সেখানে সটান করে লিখে ফেললো এক অনিবার্য মৃত্যু । এর সাক্ষী হয় ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাওয়া শত শত প্রাণ ।
বন্ধ ঘর । নিঃশব্দপ্রায় চাপা নিঃশ্বাস পড়লো । ইতিমধ্যে শুক্রাণু বেরিয়ে পড়েছে । একা নয়, একসাথে অনেকে মিলে । অবশ্যই জানে যে কেন বেরিয়ে পড়তে হয় তাদের । জানে কোথায় যাবে তারা । লিডার হয়ে ওঠে এদের মধ্যে একজন । জানে কোথায় বা ঢুকবে সে । এও জানে কতদূর গিয়ে শেষ হবে । তবু এর অভিমুখ কেমন যেন সৃষ্টিছাড়া ছন্দহীন যদিও লক্ষ্য পূর্বপরিকল্পিত । ঠিকানাজানা গন্তব্যস্থলে গিয়ে পৌছালো । সেখানে না থেমে ধীরে সুস্থে লিখতে থাকলো এক নতুন জন্ম । এর সাক্ষী হয় ধুকপুক করা দুটিমাত্র প্রাণ ।
মিল একটাই । পরিবারের লোকজন আর আত্মীয়স্বজনদের জড়ো হওয়া যেখানে অমিল প্রচুর এবং প্রধানতঃ জন্মমৃত্যুর কারণজনিত ।

No comments:

Post a Comment