8 Dec 2014

সামান্য পুতুললোক


অন্ধকার ছুটছে আলো'কে পিছনে ফেলে
ব্ল্যাক টিকিটে ।


অন্ধকারের এমন ছুটন্ত অনৈতিকতা
জীবনে খুব একটা আসে না ।
রাস্তা পিছনের দিকে চলে যাচ্ছে আর
আমি ? 


পুতুল ।
পুতুল ।
একজন সামান্য পুতুললোক যাকে দেখতে কেউ টিকিট কাটে না ।

No comments:

Post a Comment