আকাশ সাফ করলে-ই পাতালে ধূলো ঝরে পড়ে । পাতাল ঝেড়ে কেশে ওঠে, এই কাশিরোগের জীবাণু পরবর্তীকালের নোংরা রাজনীতি । ঊর্ধ্বগামী আজ, নিম্নগামী কাল ।
চিরাচরিত এই উভগামী নোংরাত্মক 'আজকাল' ভর করে আকাশপাতাল চলে ।
বহুআগে কিনা আকাশপাতাল ভর করে 'আজকাল' চলত । নাকি সর্বদা-ই নিকুচির চিত্রাঙ্কণ চলে, ভাবে ভাবে?!
No comments:
Post a Comment