সবেতে-ই আমার বয়ে যাওয়াটার ওজন ক্রমশঃ বাড়ছিলো । বাড়তে বাড়তে বাড়ি পর্যন্ত পৌঁছে একটু থমকে গেলো ।
ভিতরের কাঁচা দগদগানি যেন মাথাচাড়া দিয়ে জেগে উঠলো ফের । ব্যান্ডেজ খুলে তুলো সরিয়ে দেখলাম আমার বয়ে যাওয়ার ওজন তরতর করে নেমে যাচ্ছে । তারছেঁড়া লিফ্ট ।
লিফ্টের ছিঁড়ে যাওয়া সেই তারটি এখনো ঝুলছে । ভারহীন । তাতে-ই বাকিদের ভারী বয়ে গেছে ।
No comments:
Post a Comment