বেওকুফ-দের আজীবন সঙ্গত্যাগে একটা কিছু কঠিন শিকলবাঁধা অনুভব করলাম । আরেকবার বেশ সজোরে টানতে-ই একগুচ্ছ পালক লাট খেতে খেতে শেষতম দূরে গিয়ে পড়লো ।
কার সরু ফাঁদে কার মোটা ঠ্যাং পড়বে - এই আহাম্মকীয় চিন্তাবিদ যারা তারা হয়তো সেই হারিয়ে যাওয়া পালকগুলি তুলে দেখবে আর একে অন্যকে সুড়সুড়ি দেওয়ার জন্যে সদ্ব্যবহার করবে ।
তাদের সুবুদ্ধিযুক্ত সুবোধের দীর্ঘায়ু কামনাপারগ আমি । চেষ্টমান শুধু ।
No comments:
Post a Comment