6 Jun 2014

ম্যাজিশিয়ানের অবস্থান


তার আসার চেয়ে আমার চলে যাওয়া অনেকবেশি জাদুশক্তি নেয় । সেই জাদুতে কোনো কূটকৌশল নেই, কোন যে মায়াজালে আটকে থাকা ছোটো একটা চেতনঊষা তা উঠতে উঠতে একসময় ভুঁস করে মিলিয়ে যায় ।

সে হবে ম্যাজিকের দর্শক, আমি হব কেবল-ই লক্ষ্যবস্তু, কিন্তু টিপ হবে ব্যর্থ যা ম্যাজিশিয়ানের সবচেয়ে বড় সাফল্য ।

তবে এখনো চেষ্টা চলছে ম্যাজিশিয়ানের অবস্থান স্থির করার । আসার আগে? চলে যাওয়ার আগে?

আর সেই প্রশ্নটা সাদা পায়রাটির পায়ে বাঁধা । নিরুত্তর কালো বাক্সবন্দী ।

No comments:

Post a Comment