22 Jun 2013

বৃষ্টি আর শহর



বৃষ্টির বল্লমের খোঁচায় শহর শয্যাশায়ী
অলি গলিতে হাঁটুজলে কাগুজে ধরাশায়ী ,

সর্বাঙ্গে চলে বৃষ্টির আঙুলের নির্লজ্জ ছোঁয়া
যৌনতাহীন পবিত্রতায় কেটে যায় ধোঁয়া ,

নিমিষে ভেঙ্গে যায় জামাকাপড়ের শেষ বাঁধ
সোল্লাসে উপভোগ করে যায় নগ্নতার স্বাদ ,

কখনো মন্থর, কখনো দ্রুত, কখনো স্থিতি
অকস্মাৎ থেমে যায়, নিয়ে চলে যায় প্রতিশ্রুতি ;

কেটে যায় রহস্যক্লান্ত মেঘ
পরিচ্ছন্ন এক পরম তৃপ্তির আকাশ ;
নেমে পড়ে অচেনা শহর
ছেড়ে দেয় চেনা বিছানার বাস ।

19 Jun 2013

এর নাম বন্ধু ?


এর নাম হাতছানি ?
তীর ভেঙ্গে জলের উচ্ছাস, বহুরূপী ডাক
ঢেউ আছড়ে পড়ে বারে বারে কিন্তু নির্বাক

এর নাম সাড়া দেওয়া ?
বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে এক অপরূপ নারী
হাত নড়ে না কখনো, মুখ খোলে না যে ভারী

এর নাম মুখোশ ?
আড়ালে আবডালে অস্বস্তিকর আগডুম বাগডুম
চোখাচোখি হতেই মুখে মিলিয়ন ডলার হাসির ধুম

এর নাম বন্ধু ?
আকাশের মতো ঘন ঘন রঙ পাল্টায়
মেঘের লুকোচুরি যার বুকের খাতায়

এক মুঠো নিঝুম রাত ...





প্রকৃতি জন্ম নেয়
বইয়ের প্রথম পাতায়
এলোমেলো সময়ের উপস্থিতিতে
কথা বলে শেষ পাতা
কারোর জন্য অপেক্ষায় না থেকে

বৃষ্টি পারে না
এসে বন্ধনমুক্ত করে দিতে
বেদম হাওয়াও পারে না গায়ের জোরে
গল্পের সব চরিত্র
মিশে যায় ধূলিবালির সাথে

এক মুঠো নিঝুম রাত
রয়ে থাকে বন্দী হয়ে
বইয়ের সেই দুটি পাতার মাঝে
বাকি গল্পটুকু মিলিয়ে দেয়
ভোরের আলো এসে

আয়না by my wife


   - :  আয়না  : -

আয়নায় দেখি মুখের ছায়া ,
আয়নায় দেখি ব্রণ-র দাগ ,
এক নিশ্বাসে দেখা .
মনের যমজ বোন ,
আয়না নিশ্চুপ নির্বাক ,
সহ্য করে যত আবদার !
সাজিয়ে তোলে তার রূপ কে ,
সাজিয়ে তোলে তার হাসি কে ,
মনের ধুলো যায় কেটে .

                        -- শৈলেয়ী সরকার