বৃষ্টির বল্লমের খোঁচায় শহর শয্যাশায়ী
সর্বাঙ্গে চলে বৃষ্টির আঙুলের নির্লজ্জ ছোঁয়া
যৌনতাহীন পবিত্রতায় কেটে যায় ধোঁয়া ,
অকস্মাৎ থেমে যায়, নিয়ে চলে যায় প্রতিশ্রুতি ;
কেটে যায় রহস্যক্লান্ত মেঘ
পরিচ্ছন্ন এক পরম তৃপ্তির আকাশ ;
নেমে পড়ে অচেনা শহর পরিচ্ছন্ন এক পরম তৃপ্তির আকাশ ;
ছেড়ে দেয় চেনা বিছানার বাস ।