7 May 2014

আমার বর্তমান অবস্থা


আমার বর্তমান অবস্থা এমন বর্তে আছে যে মান পাগলের ধারেকাছেও নেই ।

সুপ্রভাত আর শুভরাত্রি অনেকদিন ধরে নিরুদ্দেশ ।

একপাশে শুয়ে আছে আমার অচেনা দেহ যাকে পেঁচিয়ে পচিয়ে ল্যাদ খাচ্ছে মৃত্যুপথযাত্রী । তাকে অবাক চোখে দেখছে সদ্যোজাত পাগলশিশু ।

No comments:

Post a Comment