7 May 2014

ফার্স্ট বয়ের যন্ত্রণা


 
পুরোনো কাসুন্দি একটু ঘেঁটে পেলাম তখনকার বেকার নিরাকার যন্ত্রণা । জলজ্যান্ত সাঁটা লেবেল যদিও অনেকবছর হল হারিয়ে গেছে, এখনকার জীবনের সাধারণতত্ত্ব মেনে চলি আর বেশ ভালো-ই আছি

এখনো বাবার সেই উজ্জ্বলমুখ চোখের নিমেষে উধাও হয়ে যাওয়া মনে পড়ে -

কলেজের প্রথম সেমিস্টারের রেজাল্ট বেরতে-ই বাবার উচ্ছ্বসিত প্রশ্ন ছিল
"সোম, ফার্স্ট হলি? "

আমার অসহায় উত্তর ছিল - "ক্লাসের সব্বাই যে যার নিজের স্কুলের টপার হয়ে ইঞ্জিরিয়ারিং পড়ছে, আমি সেই টপারদের মধ্যে লাস্ট হয়েছি এবারে । প্লিজ্ বাবা, আর আশা করো না । এই ভালো-ই আছি "

সেই থেকে আমি এখনো জীবিত একজন সাধারণ কর্মী হয়ে

No comments:

Post a Comment