ষাট মিলিলিটার খেয়ে-ই তোমায় খুঁজে পাই, পরের শটে তোমায় হারিয়ে ফেলি ।
তারপরের অর্ধশটে একশো কুড়ির রাস্তা তোমার নামে আলাদা করে তৈরী হয় যার উপর দিয়ে আমার একটা পা সেই খুঁজে পাওয়ার আনন্দে নাচে, আরেকটা পা সেই হারিয়ে ফেলার নিছক অভ্যাসে খোঁড়ে।
আমাকে ভুলেও মাতাল বলো না, কারণ মাতালের পাদুটি মায়ের সাথে তালে তাল রেখে চলে , যেখানে আমার পাদুটি তোমার সাথে বোঝাপড়ায় সম্পূর্ণ বেতাল ।
No comments:
Post a Comment