28 Sept 2013

বোঝাতে পারতাম আরেকটু


-------------------------------------
আরেকটু চিন্তা করলে বুঝে যেত
আলো একটুখানি সরে গেলো

আরেকটু ঠান্ডা রাখলে মিটে যেত
গাড়ির স্পিড হঠাৎ বেড়ে গেলো

আরেকটু চেষ্টা করলে ফলে যেত
বাঁধানো ছবি একদিকে বেঁকে গেলো

আরেকটু ধৈর্য ধরলে পেয়ে যেত
পেনের কালি খানিকটা ছিটকে গেলো

বোঝাতে পারতাম আরেকটু
সবকিছু ঠিক লাইনে থেকে যেত
উল্টে একটু বাড়াবাড়ি হয়ে গেলো
সময়ের বড়ই অভাব কিন্তু
-------------------------------------

19 Sept 2013

করে দেবো তোমায় সেলাই


অত ভেবো না
করে দেবো তোমায় সেলাই
ধীরে খুব ধীরে
লাগবে না অনুমতি

দুনিয়া খুব ছোটো
তোমার ভিতরে তুমি
বুজে থাকো শান্ত হয়ে
লাগবে না পরিণতি

খোলার ফর্মূলা নেই
ভাঁজ করে রাখো নিজেকে
সযত্নে সাজিয়ে গুছিয়ে
লাগবে না জ্যামিতি

সুতোর শেষ কোথায়
জানি না সেটা আমরা কেউ
একদিক ধরে মিলিয়ে যাও
লাগবে না প্রতিশ্রুতি

17 Sept 2013

Quote# 15



Presence is white, absence is black.
Happiness is white, sadness is black.
Here is white, there is black.
Everything starts with white, proceeds with different colors and ultimately stops with black.

## Truth has only two colors – Black and White, while other colors are on business.

10 Sept 2013

Quote# 14


Five different comments against one picture

1. Fabulous (from a stranger with opposite sex)

2. Kono kotha hobe na (from a closed friend)

3. Tor camera ki model? (from a school friend)

4. Chhere de job. Eta niye lege por (from an office colleague)

5. Light arektu low korle better hoto (from a professional photographer)

Likes against comments depending on mood/type of owner of that picture

If good mood

1, 2, 3, 4, 5

If good mood but narcissistic

1, 2, 3, 4

If good mood but selfish

1, 2, 4 (and/or 5)

If looking for partner

1

If looking for better improvement

5

If just bought new model

3

If thinking of leaving job

4

If no mood

2

If good mood but callous

None of above

## There's no formula for sensitivity, still expectation is self-formulated

7 Sept 2013

জীবন জুড়ে কাঁটা


ঘড়ির কাঁটা
মাছের কাঁটা
ফুলের কাঁটা ;

বুড়ো ব্যাটারী
গলায় দাদাগিরি
রক্তের মামাবাড়ি ;

সময়ের সাথে অসময়ের
দুঃসময়ের লম্বা সন্ধিক্ষণ ,
নরম ভাত, টর্চের আলো
অসহায়তার মুহূর্ত যখন তখন ,
তর্জনীর নতুন চেহারায়
বোকা প্রেমের সঠিক ব্যাকরণ ;

জীবন জুড়ে কাঁটা
শুরু থেকেই বাড়াবাড়ি
শেষপ্রান্তে কাঁটার বন।