9 Jul 2013

এই মলাট, ওই মলাট


এই মলাট থেকে শুরু
গোল্ গোল্ চোখে অভিযান ,
দেয়ালঘড়ি যাত্রার গুরু
ঘন্টা মিনিট কাঁটা দুটি পুরু ;

কয়েকটা শব্দ মিনিটের কাঁটায়
এক নিশ্বাসে কয়েকটা লাইন ,
ক্ষনিকের মুহূর্ত কিছু ভাবনায়
চোখ দুটি চলে পরের পাতায় ;

প্রেম সংঘাত রাজনীতি
বোধ জাগে ঘন্টার কাঁটায় ,
মাথায় ছোটে উত্তেজক হাতি
কখনো উঁকি মারে সামাজিক রীতি ;

পাতাময় মায়াবী প্রেক্ষাপট
ঘড়িকাঁটার সাথে গল্পের গতি ;
শেষে খোলে রহস্যের জট
আধবোজা চোখে ইতি ওই মলাট |

No comments:

Post a Comment